More

    যশোরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা

    অবশ্যই পরুন

    যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

    দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

    তিনি জনান, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে আসা উদ্ধারকারী যান কাজ করছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...