More

    সিলেটের পিকনিকে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় কালকিনির আউয়ালের মৃত্যু এলাকায় শোকের ছায়া

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ বনভোজনে যাওয়ার সময় মাইক্রোবাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নরসিংদীতে মাদারীপুরের কালকিনি উপজেলার মোঃ আউয়াল হাওলাদাসহ (৪০) ৭ জন নিহত হয়েছে। ৪ জন গুরুতর আহত। আব্দুল আউয়াল পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের কবির হাওলাদারের ছেলে।

    এ বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে আউয়ালের নিহতের খবরে তার গ্রামে শোকের ছায়া ও বাড়িতে স্বজনদের আহাজারি। এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত আউয়াল হাওলাদারসহ ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে যোগে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন।

    মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালের চিকিৎসাধীন আরেকজন মারা যায়।

    গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আউয়ালের এ মুত্যুর খবরে তার গ্রামের বাড়ি কালকিনি পৌর উত্তর কৃষ্ণনগরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। এব্যাপারে নিহতের স্বজন রমিজ হাওলাদার বলেন আব্দুল আউয়াল পিকনিকে যাওয়ার সময় পথিমধ্যে নরসিংদী বসে মাইক্রোবাসে থাকা ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...