More

    আশাবাদী সাকিব তামিমকে নিয়ে

    অবশ্যই পরুন

    এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। এদের মধ্যে বাংলাদেশ দলে তামিম ইকবালের বদলি হিসেবে এসেছেন আরেক তামিম। সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি।

    জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তাকে নিয়ে বেশ আশাবাদী সাকিব। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ।

    আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে। এবারের এশিয়া কাপে দলে আছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন, তাদের বিশ্বজয়ী ‘উইনিং মেন্টালিটিটা’ নিজেদের ড্রেসিং রুমেও চান তিনি।

    বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৫ ক্রিকেটার রয়েছেন। বড় মঞ্চ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের। সাকিব বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, তাদের ভেতর ওই উইনিং মেন্টালিটিটা আছে। সেই মানসিকতাটা এখানেও তারা টেনে নিয়ে আসবে। ড্রেসিং রুমের আবহাওয়াটাও সেভাবেই গড়ে দেবে, এমনটাই আশা করছি ‘ বললেন সাকিব ।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...