কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাশঁগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজার টলঘরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া- মাহফিল ও আলোচনা সভা করা হয়। বাশঁগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আলম শিকদারের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনির খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার, উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল সরদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লুৎফর সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, কালকিনি উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান আরিফা আকতার বিথী, উপজেলা কৃষক লীগের আহবায়ক এমদাদুল হক সরদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আলম রিশাদ, পৌর ছাত্র লীগের সভাপতি শাকিবুল ইসলাম খলিল, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন কাজী সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও এলাকার নেতৃবৃন্দ।