More

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষয়—ক্ষতি

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে রোববার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবী করেছেন। মঠবাড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শামসুল হাসান খোকা বলেন, রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬ টার দিয়ে আগুন লাগার সংবাদ শুনে মূহুর্তে ঘটনাস্থলে উপস্থিত হন।

    সাথে সাথে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি উপস্থিত হয়। পানি বোঝাই গাড়িটি আগুনে পানিঢালা শুরু করলেও অপর গাড়িটি পানি সংগ্রহ করতে না পারায় মূহুর্তে আগুনের লেলিহান ছড়িয়ে পরে। এতে ২২ টি কসমেটিক্স দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এগুলো মন্দির কমিটির ভাড়া দেয়া ভাসমান ২০ টি ও স্থায়ী ২ টি দোকান। অপর দিকে সংবাদ শুনে পাশর্বর্তী ভান্ডারিয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিস টিম ছুটে আসে।

    মঠবাড়িয়া পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক বলেন, ফজরে এক ব্যবসায়ির মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি ক্ষোভের সাথে বলেন, অবৈধ দখলদারের কারনে ফায়ার সার্ভিস টিম পানি সংগ্রহ করতে পারছিলো না। যার ফলশ্রম্নতিতে ২২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি প্রথমিক ভাবে ভাসমান ২০ দোকানীকে ৫ হাজার করে এবং স্থায়ী দুই দোকানীকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার আশ্বাস দেন।

    একই সাথে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্দ্ধতণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মঠবাড়িয়া ফায়ার ষ্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, পানি সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানে ঘুরতে হয়েছে। পানি সংগ্রহে দেরী হওয়ায় দোকান গুলো পুড়ে গেছে। তিনি আগুনের সূত্রপাতের বিয়ষটি নিশ্চিত হতে পারেন নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, ২২ জনের তালিকা উর্দ্ধতণ কতৃর্পক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সহয়োগিতা করা হবে। তিনি আরও বলেন, অচিরেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...