More

    খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

    অবশ্যই পরুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে এসেছেন। আজ বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

    বিএনপির একটি সূত্র জানায়, দুপুর ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান। আজ তিনি বেগম জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

    গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

    লিভার সিরোসিস, বাত, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হার্টের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

    এর আগে গত মার্চে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসেন শর্মিলা রহমান। সে লন্ডনে থাকে. খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে লন্ডনে অবস্থান করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাষ্ট্রীয় শোক: আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ...