More

    ৩ দাবিতে জামায়াতের বিক্ষোভ আজ

    অবশ্যই পরুন

    দলের আমীর ড. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার দেশের সব বড় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এটিএম মাছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, আদালত থেকে জামিন নিয়েও সরকার নেতাকর্মীদের নতুন ও মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।

    জামায়াতের ইনচার্জ আমির মুজিবুর রহমান বলেন, সরকার আগের দুইবারের মতো নির্বাচন করতে চায়। ঢেলে সাজছে প্রশাসন। এবার কারচুপির নির্বাচন জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। গতকাল যশোর পশ্চিম জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে কার্যত এসব কথা বলেন তিনি। আরো বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কার্যনির্বাহী পরিষদের সদস্য আজিজুর রহমান প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...