More

    বরগুনায় হাসপাতালে শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ

    অবশ্যই পরুন

    বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেটের ব্যথায় রায়হান হোসেন (১৫) নামে এক শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা জানা যায়। শিশু রায়হান উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ছপখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

    রায়হানের মামা আব্দুর রাজ্জাক বলেন, “আমার বোনের ছেলে রায়হান রোববার থেকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। চেকআপের পর চিকিৎসক জানান, রোগীর লিভারে ইনফেকশন আছে। এ জন্য গত সোমবার রোগীকে তিনটি ইনজেকশন দেন। কিন্তু তারপরও রায়হানের কষ্ট কমছিল না।

    পরে মঙ্গলবার তাকে আরও দুটি ইনজেকশন দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় হাসপাতালে এসে আমার বোন বলল, রায়হানের শরীর জ্বলছে। তারপর ইনজেকশনের বোতল চেক করে দেখলাম ইনজেকশনের মেয়াদ শেষ। পাঁচ মাস আগে তাদের মেয়াদ শেষ হয়েছে। তারপর বিষয়টি নার্সদের জানান।

    ভুল স্বীকার করে ওই সময় কর্তব্যরত নার্স মনসুরা ইয়াসমিন বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকায় তাড়াহুড়ো করে ভুলে ইনজেকশন দেওয়া হয়েছিল। আমাদের স্টোর ইনচার্জ দোকান থেকে ইনজেকশন নিয়ে এসে লেডি ওয়ার্ডের পাশে রাখলেন। আমি ওখান থেকে নিয়ে গিয়ে ঠেলে দিলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...