More

    ১২ কেজি ১৩৬৩ টাকা, আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম

    অবশ্যই পরুন

    এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩৬৩ টাকা। ১২ কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬৩ টাকা। অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ দাম হয়েছে ৬২.৫৪ টাকা। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির দাম ছিল ১২৮৪ টাকা, আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৮.৫৭ টাকা। জুলাই মাসে সবচেয়ে কম দাম ছিল , প্রতি লিটাদের দাম ছিল ৪৬.৪৯ টাকা। আর ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা।

    সোমবার (২ অক্টোবর) বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান ড. মুহাম্মদ ইয়ামিনচৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান।

    বিইআরসিও অভিযোগ কিছুটা মেনে নিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে কিছু কিছু জায়গায় দাম কার্যকর হচ্ছে না। সেজন্য তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যেই ৪টি কোম্পানিকে শোকজ করা হয়েছে। আবার ভোক্তা অধিদফতর ও জেলা প্রশাসকদের চিঠি দিয়ে অভিযানে নামার জন্য বলা হয়েছে। ১২ এপ্রিল দাম ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে।

    সৌদির দর -ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দাম ঘোষণা করে আসছে বিইআরসি। তবে বিইআরসির ঘোষিত দাম বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না।

    বিক্রেতারা তার ইচ্ছামত দাম আদায় করছেন। দাম প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে, বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...