বরগুনা ( প্রতিনিধি )ঃ বরগুনার বামনা উপজেলায় (১৭ অক্টোবর ) মঙ্গলবার ৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বরগুনার বামনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের রিমন সর্দার ( ২১) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাইঠা গ্রামের জাহিদ খান( ২০)।
পুলিশ জানান, কালিকাবাড়ী গ্রামে বসে রিমন এবং জাহিদসহ আর ও কয়েকজন ইয়াবা ক্রয় বিক্রয় করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন বামনা থানা পুলিশ।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বরগুনার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’