More

    বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যাচেষ্টা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে বরগুনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। সে বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।

    শিক্ষার্থীর স্বজন ও পুলিশ জানায়, শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।

    এ সময় স্বজনরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

    শিক্ষার্থীর মা জানান, প্রতিবেশী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

    তাই তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমরা শুনেছি।

    এ ঘটনায় তারা অভিযোগ করতে চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...