স্টাফ রিপোর্টারঃ প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে বরগুনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। সে বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।
শিক্ষার্থীর স্বজন ও পুলিশ জানায়, শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।
এ সময় স্বজনরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শিক্ষার্থীর মা জানান, প্রতিবেশী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
তাই তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমরা শুনেছি।
এ ঘটনায় তারা অভিযোগ করতে চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।