স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা। তারা আরও জানায় , হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮),
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়ার বাসিন্দা আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা সাদিয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হয় ৭ হাজার ২৫৬ রোগী । এর মধ্যে মৃত্যু হয় ১২২ জনের।
হাসপাতালের প্রশাসনিক শাখা থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন।
যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১২২ রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বরিশাল নিউজ কে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের হার কমানো যাবে না।