স্টাফ রিপোর্টারঃ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি করছে।
সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন বিএনপি।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
দাবি আদায়ে গত ৫ ও ৬ নভেম্বর ভোর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।
এরপর ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ, যা আগামীকাল সকাল ৬টায় শেষ হবে।