স্টাফ রিপোর্টার: ভাঙ্গায় একটি বিল থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছিলাধরচর এলাকার একটি বিল থেকে ওই অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় জানতে ফরিদপুরের পিবিআই’কে অবহিত করা হয়েছে।
এরপর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, সকালে মরা নামক বিলে এলাকার রাশেদ নামের এক জন কচুরি কাটতে গিয়ে এক নারীর মরদেহ দেখতে পায়।
পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে তাকে কেউ চিনতে পারছে না।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মো. জিয়ারুল ইসলাম জানান,
ওই নারীর পরিচয় সনাক্তের জন্য পুলিশের পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা আসলে হয়তো পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।