More

    নির্বাচন কমিশনের তফসিল আনুযায়ী আগামী বছরের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর পর উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা।

    রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করছেন। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ৬ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন দলীয় নেতা কর্মীরা।

    এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ আফম বাহাউদ্দিন নাসিম,

    কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর ৩ আসনের বর্তমান সংসাদ বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন,কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক,

    কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান উপ কমিটির সদস্য মোনাব্বার হোসেন মোনায়েম ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই ডাঃ সৈয়দ আবুল হাসান।

    দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা আজ ২৩ ডিসেম্বরের বৃহস্পতিবার থেকে মনোনয়ন বোর্ডের সভায় যাচাই বাছাই শেষে নৌকা প্রার্থী মনোনীত করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...