More

    আ. লীগের মনোনয়ন : খুলনা-বরিশালের সিদ্ধান্ত আজ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নিয়েছেন বোর্ডের সকল সদস্যরা।

    এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ক্ষমতাসীন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এদিন রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড।

    জানা গেছে, আজ শুক্রবার প্রথম দফায় বরিশাল ও খুলনা বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় দফায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের মনোনয়ন চূড়ান্ত করবে বোর্ড।

    এরপর ধারাবাহিকভাবে বাকি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনদিন ব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষ হওয়ার কথা রয়েছে কাল শনিবার। এর মাধ্যমে চূড়ান্ত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী তালিকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...