স্টাফ রিপোর্টারঃ বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।
শনিবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে ওসি জুবায়ের আহম্মেদ জানিয়েছেন বারিশাল নিউজ কে জানান।
আহতরা হলেন- উপজেলার বরজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আসিফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জুবায়ের জানান, হিজলা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের মধ্যে বিরোধ রয়েছে।
এর জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর মীর জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছত্রছায়ায় ভাগ্নে কাজল রাঢ়ী সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।
সন্ত্রাসী কাজল কিছুদিন আগে দলীয় কার্যালয়ে ঢুকে তাকেও কুপিয়ে জখম করেন।