More

    নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে বরিশালে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃনিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৮ নভেম্বর বিকাল ৪ টায় অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    গত ২৭ তারিখে নথুল্লাবাদ টু রুপাতলি সড়কে শের-ই বাংলা মেডিকেলের শিক্ষার্থীর ট্রাকে চাপায় খুন হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সমাবেশে জেলা সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক অনিকা সিথি, সাগর মিত্র, ভূমিকা সরকার, মৃত্যুঞ্জয় রায়, জেলা সংগঠক রাকিব মাহমুদ প্রমুখ।


    সমাবেশে বক্তারা বলেন, সড়কের এই অব্যবস্থাপনাজনিত দুর্ঘটনা বলার সুযোগ আর নেই। এগুলো স্রেফ রাষ্ট্রীয় কাঠামোবদ্ধ হত্যাকান্ড। শের-ই বাংলা মেডিকেল কলেজের ঐ শিক্ষার্থীকে মহাসড়কে খুন করা হয়েছে। এই খুনের বিচার রাষ্ট্রকে করতেই হবে।

    বক্তারা আরও বলেন, বরিশাল শহরে কোনো বাইপাস সড়ক নেই, ফলে সকল প্রকার যানবাহন একই রাস্তায় যাতায়াত করে যেটা দুর্ঘটনার মাত্রা বাড়ার অন্যতম কারণ। ফলে অনতিবিলম্বে বরিশাল সিটি এলাকার বাইরে দিয়ে একটা বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল নিষিদ্ধ করতে হবে।

    সবশেষে বক্তারা সড়কের অরাজকতা দূর করতে সিটি-কর্পোরেশনের পক্ষ থেকে নগর পরিবহনের ব্যবস্থা করে নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...