More

    বরিশালে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু, শনাক্ত ৮৯

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    মৃতরা হলেন-বরিশাল জেলার উজিরপুর উপজেলার রেঞ্জুনা বেগম (৪৫) ও বরগুনা সদর উপজেলার ডালিম বেগম (৩০)।

    তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ১৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ১৯২ জন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫৫ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন,

    বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৫ জন, পটুয়াখালীতে ১০ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ২১ জন, বরগুনায় ১১ জন ও ঝালকাঠিতে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয় জেলার সরকারি হাসপাতালে ৩২৯ রোগী ভর্তি রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...