স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে তা বন্ধ এবং রোববার ও সোমবার অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
নগরীর বান্দ রোডে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর অনুসারী বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভ করে।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সোলাইমান, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মন্টু খান, বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ মেম্বার,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ইলিয়াস প্রমুখ ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।
এসময় নেতাকর্মীরা অবরোধ সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দেন।