মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে একটি অজ্ঞাত কুচক্রী মহল। এ ঘটনায় ইউএনও প্রতারক চক্রের হাত থেকে রেহাই পেতে থানায় সাধারণ ডায়রি করেছেন।
বুধবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের পরিচয় দিয়ে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র এই ০১৮৩৬৮৮১০৯০ মোবাইল নম্বর থেকে কল করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ল্যাপটপ প্রদানের নামে বিকাশে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছে।
এ প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই সব ভুক্তভোগী শিক্ষক ইউএনওকে অবহিত করেন।পরে ইউএনও বাদী হয়ে কালকিনি থানায় সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার রাতে ইউএনও এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার শিক্ষকদের দায়িত্ব পালনে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য নির্দেশনা পরামর্শ প্রদান করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন জানান, একটি প্রতারক চক্র ইউএনও স্যারের মিথ্যা পরিচয় দিয়ে আমাদের শিক্ষকদের মাঝে মিথ্যা টোপ দিয়ে সর্বনাশ করার পাঁয়তারা করছে। প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই।