মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে মো. বাবুল পালোয়ান নামে এক আওয়ামী লীগ নেতা ও (অবঃ)শিক্ষকের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
শনিবার দুপুরে ওই নেতার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম বেপারী, বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, ডাসার উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তোঁতা,
মোঃ হারুন-অর-রশিদ, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, শহিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মাহফুজ ফারজী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও (অবঃ) শিক্ষক বাবুল পালোয়ান সাংবাদিকদের জানান, তার নিজ বাড়ির পাসে খালের উপরে একটি ব্রিজ থাকার পরেও ওই ব্রিজের পাসে নতুন আর একটি ব্রিজ আমার জমির উপরে নির্মাণ কাজ শুরু করেন এলজিইডি।
পরে এই নতুন ব্রিজ নির্মান করাকে কেন্দ্র করে আমি সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন সৈয়দ মোবাচ্ছের আলী বিপ্লব পরে ডাসার থানা পুলিশ আমাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
আসলে এ মামলা একটি উদ্দেশ্য মূলক মামলা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি সরকারের কাছে দাবী করছি যাতে এই অপ্রয়োজনীয় ব্রিজের কাজ বন্ধ করা হয়।