More

    বরিশালে বিএনপির মানবধিকার দিবসের মানববন্ধন পুলিশি বাঁধায় পন্ড

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে বরিশালে বিএনপির মানববন্ধন কর্মসূচী পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে।

    মানববন্ধন কর্মসূচীর পূর্ব নির্ধারিত স্থান নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে পুলিশি বাঁধায় নেতাকর্মীরা দাড়াতেই পারেনি। মানববন্ধনে অংশগ্রহন করতে আশা নেতাকর্মীদের সদর রোডসহ সংলগ্ন অলিগলিতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

    মানববন্ধনে অংশ নিতে আসা নিঁখোজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের মাকেও পুলিশ বলপ্রয়োগ করে বিএনপি কার্যালয় সামনে থেকে সরিয়ে দেয়।

    কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী আজ রোববার বেলা ১১টায় বরিশাল বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন সদর রোডে পালনের ঘোষণা দিয়েছিল। তার আগেই বিপুল সংখ্যক পুলিশ সেখানে এবং সদর রোডে সবগুলো প্রবেশ সড়ক অবস্থান নেয়। গ্রেপ্তারের ভয়ে বিএনপি নেতাকর্মীর সংলগ্ন অলিগলিতে জমায়েত হতে থাকেন।

    সকাল সাড়ে ১০ টার দিকে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী আলালের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।

    পুলিশের লাঠিচার্জের মুখে তারা পালিয়ে যান। আদালতপাড়া থেকে আইনজীবী ফোরামের সদস্যরা দলবদ্ধভাবে সদর রোডে এসে দাড়ানোর চেষ্টা করলে তাদেরকেও বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়। এরপরই পুলিশ আরো কঠোর অবস্থানে যায়।

    বিভিন্ন অলিগলিতে ঢুকে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে অর্ধশত আইনজীবী আদালতপাড়ায় প্রবেশ সড়কে কিছু সময় দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

    ২০১৪ সাল থেকে নিঁখোজ মহানগর তৎকালীনছাত্রদল নেতা সহোদার ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম ও কয়েকজন মহিলাদল কর্মী বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল।

    পুলিশ বলপ্রয়োগ করে সেখান থেকে সরিয়ে দেয়। ফিরোজা বেগম তার দুই সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য বার বার আকুতি জানান।

    সদর রোড এলাকায় দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীমের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ ভাল রাখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

    শান্তিপূর্নভাবে যেসব সংগঠন মানবধিকার দিবসের কর্মসুচী পালন করেছে পুলিশ তাদের সহযোগীতা করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনি ও ডাসারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন...