More

    কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে মাদিহা নামের এক দেড় বছর বয়সের শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

    নিহত মাদিহা উপজেলার শিকারমঙ্গল গ্রামের এনায়েত মুন্সির মেয়ে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

    হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, দুইদিন আগে শিশু মাদিহা মায়ের সঙ্গে তার নানা বাড়ি পৌর এলাকার চর বিভাগদী গ্রামে বেড়াতে যায়।

    মাদিহা সবার অগাচরে ঘরের পাশের একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিচলে গভীর পানিতে ডুবে যায়।

    পরে তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

    নিহত শিশুর নানু আফসানা বেগম জানান, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে আমার নাতি মাদিহা খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মারা গেছে।

    এব্যাপারে শিকারমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান কুদ্দুস বেপারী জানান,বিষয়টি দুঃখজনক, পানিতে ডুবে মারা গেছে শিশুটি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...