More

    কালকিনিতে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি বাঁশগাড়ি বাজুসার বাজার কলেজ রোড আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাজারে মঙ্গলবার রাত ১ টার দিকে এঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক মিটারে শট সার্কিটের কারনে মিটার বিস্ফোরন হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগা মাত্রাই স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

    মূহুর্তেই পুড়ে যায় ২টি দোকান পরবর্তিতে ৩টি দোকান মোট ৫টি দোকান। প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় আবুল কালাম সরদার ও জুয়েল শিকদার বলেন খবর পেয়ে এসে দেখি ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। ৫টি দোকান পুড়ে দোকান মালিকদের প্রায় ৬লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

    এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যদি এদের সাহায্যের হাত বাড়াই তাহলে এরা পুনরায় ঘুরে দাড়াতে পারবেন কালকিনি ফায়ার সার্ভিসের চৌকস ষ্টেশন অফিসার খোকন জমাদার বলেন, খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে খোঁজখবর নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...