স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারীদের কোয়ার্টার দীর্ঘদিন সংস্কার না করা ও সঠিক নজরদারির অভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের থাকার জন্য সরকারীভাবে বরাদ্দকৃত কোয়ার্টার বেহাল দশায় পড়েছে।
নির্মিত এসব কোয়ার্টার দীর্ঘদিন অযত্নে ফেলে রাখায় তা অযত্ন অবহেলায় ধুকছে। পানির লাইন , বিদ্যুৎ লাইন, দরজা জানালা সবগুলোই যেন যত্রতত্র হয়ে পড়ে আছে।
কোথাও আবার পলেস্তারা খসে খসে পড়ছে। অধিকাংশ রুমই যেন ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে। এসবের দিকে কর্তপক্ষের তেমন একটা ভ্রুক্ষেপ নেই।
অতি দ্রুত যথাযথ বরাদ্দ করে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।