More

    বরিশালে শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের ফাঁদে ব্যবসায়ী

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে শয়তানের নিঃশ্বাস দিয়ে প্রতারণা চালিয়ে এক যুবক ২৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে অক্সফোর্ড মিশন রোডের বাইতুল নুর ইদ্রিসিয়া জামে মসজিদের পাশে থাকা ফার্মেসি কাম বিকাশের দোকান ‘রুহি মেডিকেল’-এ।

    দোকানের মালিক মো: হারুন অর রশিদ জানান, সন্ধ্যার সময় পরিচিত এক ব্যক্তি দোকানে আসে। তিনি জানান, সম্প্রতি বিয়ে করেছেন এবং মিষ্টি খাওয়ার জন্য দোকানে এসেছেন। মালিককে প্রথমে ৩০০ টাকা দেন এবং পরে আরও ২০০ টাকা দোকানদারকে হস্তান্তর করেন।

    তবে এসময় দোকানের মালিক বলেন, তিনি আচমকা কিছুটা বিভ্রান্ত হয়ে যান। পরবর্তীতে ওই ব্যক্তি দোকান থেকে ২৮ হাজার টাকা ক্যাশ আউট করার কথা বলে এবং দোকানদারকে তার কথা অনুযায়ী ২৮ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর যুবকটি দ্রুত মোটরসাইকেলে করে চলে যায়। পরে দোকানের মালিক বুঝতে পারেন, আসলে যুবকটি কোনো টাকা ক্যাশ আউট করেননি এবং পুরো ঘটনা প্রতারণা।

    এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকা লোপাট ও ফাইল গায়েব

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সিএ...