বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন পুলের গ্যারেজে রাখা ‘চিত্রা’ নামের একটি বাসের তালা ভেঙে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবহন পুল সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর শিক্ষার্থীদের পাঁচটার ট্রিপ শেষ করে ‘বরিশাল মেট্রো-স-১১-০০০৮’ নম্বরধারী ‘চিত্রা’ বাসটি গ্যারেজের নির্ধারিত এক নম্বর কলামে পার্কিং করা হয়।
পরদিন সকালে চালক বাসটি চালু করতে গেলে ইঞ্জিন স্টার্ট না হওয়ায় বিষয়টি নজরে আসে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যাটারি বক্সের তালা ভাঙা এবং সংযোগকারী তারগুলো কাটা অবস্থায় পড়ে আছে। বক্সে থাকা ২৯ পিএসএম লুকাস ব্র্যান্ডের দুটি শক্তিশালী ব্যাটারি চুরি হয়ে গেছে। এ ঘটনায় পরিবহন পুলের ম্যানেজার মো. উজ্জ্বল হোসেন নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার বরাবর একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। এদিকে একাধিক বাসচালকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগেও পরিবহন পুল কর্তৃপক্ষকে ছোটখাটো চুরির বিষয়ে সতর্ক করেছিলেন।
তবে সে সময় বিষয়টি গুরুত্ব না পাওয়ায় এত বড় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত এলাকার ভেতর থেকে এবং সিসিটিভি ও নিরাপত্তা কর্মীদের নজরদারি এড়িয়ে কীভাবে এই চুরি সংঘটিত হলো তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনাকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির ফল বলে মনে করছেন। এ বিষয়ে সিকিউরিটি অফিসার লিটন বলেন, “এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমাদের সিকিউরিটি টিম সক্রিয় রয়েছে। যেখান থেকে ব্যাটারি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ক্যামেরা রয়েছে। ফুটেজ দেখে আমরা একজনকে শনাক্ত করেছি। পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
