গলাচিপা উপজেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হতে শুরু করেছে। এ আসনে আজ পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদার জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং সমর্থকদের সঙ্গে নিয়ে দশমিনা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম-এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত, দশমিনা উপজেলা সভাপতি মো. লিয়ার হোসেন হাওলাদার, গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক মো. মিলন মাতুব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীনসহ গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
একই দিনে পটুয়াখালী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান-এর দপ্তর থেকে জামায়াতের প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাদের মধ্যে ছিলেন গলাচিপা উপজেলা আমির মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা বেল্লাল বিন সুলতান, পৌর আমির আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা ইয়াহিয়া খান ও মাওলানা আবুল হোসেন, ওলামা পরিষদ সভাপতি হাফেজ ফজলুর রহমান, ব্যবসায়ী ও মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ ফেরদৌস, উপজেলা ছাত্রশিবির সভাপতি কাজী খায়রুল হাসান, দশমিনা উপজেলা আমির মাওলানা লুতফুর রহমান, জেলা যুব বিভাগ সভাপতি পাভেল হোসেন প্রমুখ। ইতিমধ্যে এ আসন থেকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন গলাচিপা উপজেলা বিএনপি।
এ আাসনটি গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর কে বিএনপি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও যেকোন অবস্থাতে হাসান মামুন প্রার্থী হবেন এমনটা জানানো হয়েছে। এছাড়াও ইতিমধ্যে এ আাসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শাখার প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাও. মুফতি আবু বকর সিদ্দিক। এতে করে পটুয়াখালী-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
