স্টাফ রিপোর্টারঃ রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট একযোগে অবরোধ কর্মসূচি পালন করছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ‘ডামি দল’ ও ‘ডামি প্রার্থীর’ নির্বাচন বলে দাবি করে দলগুলো এ কর্মসূচি পালন করছে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির সূত্রগুলো।
গত ২১ ডিসেম্বর থেকে বিএনপিসহ আন্দোলনে থাকা দলগুলো সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে সারা দেশে প্রচারপত্র বিতরণ করে। গতকালও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় প্রচারপত্র বিতরণ করেন।
বিএনপির অভিযোগ, বর্তমান সরকার গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে।
গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২০ জনের অধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।