স্টাফ রিপোর্টারঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, জেএসডির সহ সভাপতি তানিয়া রবের নেতৃত্বে মিছিল মতিঝিলে টয়েনবি সার্কুলার রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশের দিকে যাওয়ার পথে মিছিলে বাধা দেন পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হতে দেখা গেছে। পরে তানিয়া রব নেতাকর্মীদের নিয়ে চলে যান।
এসময় তানিয়া রব বলেন, আমরা মিছিল নিয়েয়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশের দিকে যাচ্ছিলাম। পথে পুলিশ আমাদেরকে বাধা দেন। আর পুলিশ আমাকে বলেছেন, সম্মান থাকতে চলে যান।