স্টাফ রিপোর্টারঃ চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে চোটের কারণে বাদ পড়েন পেসার এবাদত হোসেন। এরপর জানা যায় ভারতে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারবেন না তিনি। এবার জানা গেল, ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের।
আগামী আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন ২৯ বছর বয়সী এই পেসার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবাদতের ইনজুরির নিয়ে নান্নু বলেন, ‘এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে। আগস্ট পর্যন্ত ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এবাদতের খেলা হচ্ছে না তা নিশ্চিত হয়েছে।
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ছিলেন এবাদত হোসেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে বেঁধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২১ ওভারে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। সেই এবাদত চোট নিয়ে খেলার বাইরে।
আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এবাদত। বল ছাড়ার ঠিক আগে আম্পায়ারের গাজী সোহেলের সঙ্গে হালকা ধাক্কা লাগায় ‘ফ্ল্যাট ফুট ল্যান্ডিং’ করায় হাঁটুতে চোট পান।