নিজস্ব প্রতিবেদক ::: রাষ্ট্রীয় শোক আর উদ্বেগের এই মুহুর্তে বরিশাল নগরীতে উল্লাস আর আনন্দে মেতে উঠেছে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এদিকে শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর শোকে মুহ্যমান জাতি আর রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা মত্ত গান-বাজনায়। এ ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন বরিশালবাসী। জানিয়েছেন ধিক্কার, প্রকাশ করেছেন ক্ষোভ।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা দেশের জনগণের মধ্যে গভীর শোক ও ক্ষোভের প্রতিফলন। কিন্তু রাষ্ট্রীয় শোকের দিনে বরিশাল প্ল্যানেট পার্কে জাঁকজমকপূর্ণভাবে ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপন করে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা।
রাষ্ট্রীয় শোক পালন না করে সকাল থেকে গান-বাজনায় মেতে ওঠেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেন তারা। পরে পুলিশ গিয়ে শুধু গান-বাজনা বন্ধ করে দিয়ে চলে আসে। এরপরও দিনব্যাপী আড্ডা, উল্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভূড়িভোজে দিন পার করেন তারা। সেখানে উপস্থিত রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শোকের কোন আবহ দেখা যায়নি।
তবে রাষ্ট্রীয় শোকের দিনে সারাদেশের মানুষ যখন শোকাহত ঠিক সেই দিনে রাষ্ট্রীয় শোকের রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপনের ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন বরিশালবাসী। তারা রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এহেন কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানিয়েছেন। পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন।
বিষয়ে বরিশাল প্ল্যানেট পার্কের ম্যানেজার সোহরাব বলেন- রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপনের দিনক্ষন আগে থেকেই নির্ধারন করা হয়েছিল। তারা দায়-দায়িত্ব নিয়ে তাদের অনুষ্ঠান করেছে। এখানে আমাদের কোন দায় নেই।
এ বিষয়ে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর ইনচার্জ রফিকুল হাসান বলেন- আমাদের কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপনের দিনক্ষন আগে থেকেই নির্ধারন করা হয়েছিল। হঠাৎ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। দুরদুরান্ত থেকে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা পরিবার নিয়ে আসায় এ অনুষ্ঠান দিনক্ষন পরিবর্তন করা সম্ভব হয়নি। তবে গান-বাজনা বাজানোর বিষয়টি পুরোপুরি অস্বিকার করেন তিনি।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন- শরিফ ওসমান হাদির মৃত্যুতে পুরো জাতি শোকাহত। রাষ্ট্রীয় শোকের দিনে আনন্দ-উৎসব করা উচিত নয়। প্ল্যানেট পার্কে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপনে গান-বাজনা বাজানোর অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে গান-বাজনা বন্ধ করে দিয়েছে। এ সময় তারা স্ব-ইচ্ছায় গান-বাজনা বন্ধ করায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়নি।
