স্টাফ রিপোর্টারঃ বিএনপিসহ ১৬টি দলের ভোট বর্জনের মধ্যে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে ২৯৯টি আসনে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থীদের ভোটের লড়াই করতে হচ্ছে ঈগল ও ট্রাক প্রতীকের দলটিরই স্বতন্ত্র ও ‘ডামি’ প্রার্থীদের সঙ্গে।
ইতোমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, স্মার্ট ম্যানেজমেন্ট বিডি নামের অ্যাপের দুই ঘণ্টা পর পর ভোট পড়ার হার জানানো হবে। এছাড়া অ্যাপটিতে ভোটাররা জানতে পারবেন ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশনসহ নানা তুলনামূলক চিত্র।
নির্বাচনে মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২৮টি রাজনৈতিক দল এক হাজার ৫৩২ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৩৭ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮০ জন, আর ট্রাক প্রতীক নিয়ে প্রতদ্বিন্দ্বিতা করছেন ১৩৩ জন, যাদের অধিকাংশই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা।