More

    ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    কালকিনি ডাসার মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে উপজেলা বুধবার সন্ধ্যায় পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    খালা বাড়ী বেড়াতে এসে মোঃ মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী জেলা সদর ঝাউদি ইউনিয়ন মাদ্রা গ্রামের মোঃ জসিম সরদারের ছেলে।

    বুধবার বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জনাগেছে বিকেলে খালা বাড়ীর উঠানে খেলা করছিল শিশুটি।পরে সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে পাঁ পিছলে পানিতে ডুবে মারা যায়।

    অপর দিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের মোঃ হাফিজুল সরদারের ছেলে।

    বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে নিহত আলিফ বিকেলে খেলতে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ীর পাশের একটি রাস্তায় খেলতে যায়।

    এসময় পাঁ পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পরে এ মর্মান্তিক মৃত্যু ঘটে। এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন,পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খুবেই দুঃখজনক ঘটনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মাছের দামে আগুন

    বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। সোমবার...