কালকিনি মাদারীপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসারে জেকে বসেছে তীব্র শীত। প্রচন্ড শীতের কারণে জনজীবন মুখ থুবরে পড়েছে। শীতের কারণে দিন মজুররা পড়েছেন আরো মহাবিপাকে।
তারা কাজে ফিরতে না পেরে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এছাড়া শীত সহ্য করতে না পেরে অনেকেই কাজ ফেলে উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে আগুন জ্বালিয়ে শরীর চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রোববার দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। জানাগেছে, গত ৪দিন ধরে কালকিনি-ডাসার উপজেলায় দিনদুপুরে ঘন কুয়াশার কারণে অন্ধকারছন্ন পরিবেশ বিরাজ করছে।
আকাশে নেই সূর্যের দেখা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতে প্রকোপ। রাস্ত-ঘাট যানচলাচল কমে গেছে। মানুষের আনাগোনা কমে গেছে।
উপজেলার সকল সরকারি -বেসরকারী অফিস আদালতেও আগের তুলনায় সেবা প্রত্যাশী মানুষের উপস্থিতি সংখ্যা কমে গেছে। শিশু থেকে বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়ে গেছে। এ কারনে শীতবাহী রোগ বৃদ্ধি পাওয়ার কারনে কালকিনি হাসপাতালে ভীড় পরিলক্ষিত হচ্ছে।
পৌরসভাসহ দুই উপজেলার ১৬ ইউনিয়ন ১টি পৌরসভা স্থানীয় কৃষকরা কৃষি কাজে যেতে পারছেন না শীতের প্রভাবের ফলে। এ কারনে হাটবাজারে নিত্যপন্যের আমদানি অনেকটাই আগের তুলনায় কমে গেছে।
নিম্নবিত্ত হায়দার আলী,আবুল হোসেন,জানান, আমরা গরীব মানুষ আমাদের পরনে নেই শীতের কাপড়। আমরা মাঠে ঘাটে কাজ করতে পারতেছি না।
তাই আমাদের অনেক সময় না খেয়েও দিন কাটাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, সরকারী তহবিলের কম্বল আমরা অলরেডি বিতরণ করার নির্দেশ দিয়েছি।
এই শীতে সবার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।