More

    রিশাল আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ্যাড. লস্কর নুরুল হককে আহবায়ক, এ্যাড. রফিকুল ইসলাম খোকন সদস্য সচিব করে ৭ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন উপ-পরিষদের কমিটি সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

    সামবার ১৫ জানুয়ারি আইনজীবী সমিতি ভবনে নির্বাচন উপ-পরিষদগণের তালিকা ও তফসিল সংক্রান্ত নিয়মাবলি ঘোষণা করেন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. লস্কর নুরুল হক। আগামী ২৮ জানুয়ারি ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হবে। ৩০ জানুয়ারি দুপুর ১ থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া। ৩১ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

    আগামী ৪ ফেব্রয়ারি বেলা ৩টা পর্যন্ত নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৫ ফেব্রয়ারি আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারীদের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এবং ১৫ই ফেব্রয়রি নির্বাচন অনুষ্ঠিত হবে।বর্তমান সদস্যরা হচ্ছেন, এ্যাড.মো. সাইফুল ইসলাম মোল্লা, এ্যাড. কাজী আবুল কালাম আজাদ, এ্যাড. জাহিদুল ইসলাম পান্না, এ্যাড.মো. আর্শিব উদ্দিন শাওন, এ্যাড. আতিকুর রহমান খান রাজু, এ্যাড. মো. আনোয়ার হোসেন বাচ্চু, এ্যাড. ফিরোজ আলম সিকদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ, যা বাংলাদেশের কেউই করতে পারেনি

    বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি...