কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের কর্মী উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪০জন নেতা কর্মী মামলা দিয়ে হয়রানীর ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আ.লীগের প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম বিজয়ী হয়।
এ নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ জানুয়ারি সকালে পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের বেঁদে পল্লীতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪০জন নেতা কর্মীর বিরুদ্ধে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। আ.লীগ প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের কর্মী চরঠেঙ্গামারা গ্রামের অঞ্জনা।
এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করে ছাত্রলীগ। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি শাহাদাত সরদার, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান আঃ হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউল হাসান,
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আলম রিশাদ, মোঃ শাহাবুদ্দিন ফকির, মোঃ নাঈম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল ও ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ জাহিদ হাসান অনিক,
বক্তারা বলেন, বেঁদে পল্লীর সর্দার মনির ও তার ভাই রুপমের অন্তকোন্দলের কারনে সংর্ঘষের ঘটনা ঘটেছে বেঁদে পল্লীতে। কোন রাজনৈতিক কারনে নয়। বিষয়টি রাজনৈতিক খাতে প্রভাবিত করে ছাত্রলীগের সভাপতিসহ ৪০জনকে জড়িয়ে এ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহার করার জন্য জোড় দাবি করি।