স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর পলাশপুর এলাকায় শিশুকে (১৩) ধর্ষণ শেষে হত্যার দায়ে রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে সোমবার বিকালে এই দণ্ড দেন। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। রাসেল নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছ গ্রামের বাসিন্দা সিদ্দিকের ছেলে।
হুমায়ুন কবির জানান, ২০১৩ সালের ২৩ আগস্ট রাসেল পাশের ঘরে একটি শিশুকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে। এরপর গলায় ওড়না প্যাঁচিয়ে সহযোগী পলাশ মোল্লার সহায়তায় ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। শিশুকন্যার মা ঘরে ফিরে এলে ওই দুজনকে পালিয়ে যেতে দেখেন।
এ ঘটনায় ২৪ আগস্ট শিশুকন্যার বাবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় রাসেল ও পলাশকে অভিযুক্ত করা হয়। বেঞ্চ সহকারী আরও বলেন, ২০১৪ সালের ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হয়। তাই রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অন্যদিকে আরেক অভিযুক্ত পলাশ শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।