More

    বরিশালে গাঁজাসহ যুবক আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ জেলার মেট্রোপলিটনের রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

    এর আগে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তাকে আটক করে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে রিতা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করা হয়।

    এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে ইউএনও’র বিতর্কিত প্রকল্প: মাঠ দখল করে স্কুল স্থাপনের নামে লাখ লাখ টাকা উত্তোলন

    নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামীমের বিরুদ্ধে খেলার মাঠ দখল করে স্কুল স্থাপনের নামে...