More

    বরিশালে চড়া দামেও মিলছে না খেজুরের রস

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল শহর ও আশেপাশের এলাকায় এই বছর খেজুরের রস সংগ্রহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ফলে চড়া দামেও খেজুরের রস কিনতে হচ্ছে ভোক্তাদের।

    খেজুরের রস ব্যবসায়ীরা জানান, এবার আবহাওয়ার কারণে খেজুরের গাছে রস কম উৎপাদিত হয়েছে। এছাড়াও, বরিশালে খেজুর গাছ কম থাকায় রস সংগ্রহে আরও সমস্যা হয়েছে।

    খেজুরের রস কিনতে আসা ভোক্তারা জানান, এবার খেজুরের রস অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এতে তাদের পক্ষে খেজুরের রস কেনা কষ্টকর হয়ে পড়েছে।

    খেজুরের রস ব্যবসায়ীরা জানান, আবহাওয়ার কারণে খেজুরের গাছে রস কম উৎপাদিত হয়েছে। এছাড়াও, বরিশালে খেজুর গাছ কম থাকায় রস সংগ্রহে আরও সমস্যা হয়েছে। ফলে খেজুরের রস উৎপাদন কমে গেছে। এতে খেজুরের রস দাম বেড়েছে।

    খেজুরের রস বিক্রেতারা আশা করছেন, আবহাওয়ার অবস্থার উন্নতি হলে খেজুরের গাছে রস উৎপাদন বাড়বে। ফলে খেজুরের রস দাম কমবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...