More

    প্রবাসীর ২ যমজ ছেলে পানিতে ডুবে মৃত্যু, স্ত্রী আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে প্রবাসীর চার বছর বয়সি যমজ দুই ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার দিনবগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা। নিহত দুই সন্তানের নাম রাদিয়ান ও রাইয়ান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন তার দুই যমজ শিশু পানিতে পড়েছে।

    এ সময় বাচ্চু মিয়া ও বাড়ির অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত শিশু দুটির চাচা বাদশা মিয়া জানান, তাদের মা অসুস্থ। তাই খেয়াল করতে পারেননি। তার দুই ভাতিজা অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

    নিহত শিশুদের বাবা বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দুই মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার জন্য। কুলাউড়া থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য শিশুদের লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রাস্তার কাজ না করেই টাকা তুলে নিলেন ঠিকাদার

    পিরোজপুর সদর উপজেলা থেকে রায়েরকাঠী হয়ে নাজিরপুর-শ্রীরামকাঠী পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায়...