মাদারীপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার অসময় মৃত্যুর শোকে ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন মাদারীপুর–৩ (২২০) আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ।
আসাদুজ্জামান পলাশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক পদের দায়িত্বে আছেন। আজ শুক্রবার বিকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন আসাদুজ্জামান পলাশ। তিনি জানান, নিয়ম অনুসারে আসাদুজ্জামান পলাশ স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।
কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ রাজনৈতিক আনুগত্য রেখে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেন তিনি সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। এ ছাড়া তিনি মাদারীপুর-৩ আসনে ধানের শীষকে বিজয় করার লক্ষে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সার্বিক সহযোগীতায় করার ঘোষনা দেন।
