More

    পর্যটনকে ঘিরে কুয়াকাটায় যত বেশি ব্যবসার সম্প্রসার ঘটবে এলাকার তত উন্নয়ন হবে- এবিএম মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘পর্যটনকে ঘিরে কুয়াকাটায় যত বেশি ব্যবসার সম্প্রসার ঘটবে এলাকার অর্থনীতির তত উন্নয়ন হবে।

    ’ তিনি বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তার জন্য কুয়াকাটাবাসীকে অনুরোধে করেন। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তারকামানের আবাসিক হোটেল ‘রয়েল হ্যারিটেজ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন কালে মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বলেন। আজ শুক্রবার আসর নামাজের পরে এই হোটেলের উদ্বোধন করা হয়।

    এর পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় হোটেলের চেয়ারম্যান দিদার উদ্দিন আহমেদ মাসুম, ব্যবস্থাপনা পরিচালক গাজী মো মজনু, পরিচালক কাওসার মৃধা, শাহীন সিকদার, জয়দেব চন্দ্র দাস,

    বিএনপি নেতা হাজী হুমায়ুন সিকদার, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, আব্দুল আজিজ মুসল্লী, আবদুল জলিল হাওলাদার, মতিউর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারী মহাসমাবেশ স্থগিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারী ঢাকায় এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। ইতিমধ্যে...