More

    হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা এম সাখাওয়াত

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশে বা বিদেশে অবস্থানরত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
    শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    নৌ উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় জড়িত কেউ দেশে থাকুক কিংবা বিদেশে—কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
    তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই নলছিটির গুরুত্বপূর্ণ এই লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে রাখার সিদ্ধান্ত নেন তিনি। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তাঁর এখতিয়ারের মধ্যে থাকায় দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
    তিনি বলেন, নলছিটির মানুষের যাতায়াতের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে—সে বিষয়টি নিশ্চিত করতেই তিনি সরাসরি উপস্থিত হয়েছেন।
    এম সাখাওয়াত হোসেন আরও বলেন, “ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের সম্পদ। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তাঁর নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে।”
    রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
    হত্যাকাণ্ডের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকায় এ বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করেননি।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
    উদ্বোধন শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারী মহাসমাবেশ স্থগিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারী ঢাকায় এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। ইতিমধ্যে...