কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বানৗজা শের—ই—বাংলার ব্যবস্থাপনায় গরিব শীতার্ত ৩৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার এই শীতবস্ত্র বিতরণ করেন শের—ই—বাংলা নৌঘাটির অধিনায়ক কমডোর এম জয়নাল আবেদীন। এসময় নৌ ঘাটির কর্মকর্তা ও নৌ সদস্যরা উপস্থিত ছিলেন। লালুয়ার গোলবুনিয়া, লালুয়া ও বানাতিবাজার মৌজার এসব গরিব মানুষকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।