More

    রাজাপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়।

    আজ সোমবার ৪ঠা জানুয়ারি বড়ইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম) এর অনূকূলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন হাওলাদার, প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলাম রাসেল ও ইউপি সদস্য সহ সুবিধাভোগীরা।

    হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন ব্যারিষ্টার শাহজাহান ওমরকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক সাগর নিহত, গ্রামের বাড়ি বরিশাল

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪...