বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দারের গর্ভধারিণী, মমতাময়ী মা শান্তি লতা পোদ্দার কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছেন। তিনি ৯২ বছর বয়স কালে আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় পরলোকগমন করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি জননেতী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন। জনাব বলরাম পোদ্দার তার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর নিকট আশির্বাদ চেয়েছেন।
মা দিবসে মা’কে নিয়ে বলরাম পোদ্দার যা লিখেছিলেন, “আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”- কথাটি মনীষী এলেন ডে জেনেরিসের হলেও আমার জীবনের চরম সত্য এটি। আমার দিনের শুরু তে এই ছবিটিই আমাকে যেকোন কাজের অনুপ্রেরণা দেয়।
দিনের কাজের চাপ ও টেনশনের পরেও যখন মায়ের সাথে কথা বলি তখন মূহুর্তেই দূর হয় আমার ক্লান্তি। সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন যেন তিনি সুস্থ ভাবে দীর্ঘায়ু লাভ করেন। আজ বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি রইল অজস্র ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা।