নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মহিম হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল সর্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মধ্য ভাণ্ডারিয়া ৪নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে মহিম হোসেনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর আসামিকে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর কার্যালয়ে হাজির করা হয়।
অপরাধ স্বীকার করায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার তাকে ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
