More

    আগৈলঝাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু গৃহবধূর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যজনক আচরণ।

    হাসপাতাল থেকে গৃহবধূর লাশ নিয়ে স্বজনেরা পালানোর খবর পেয়ে পুলিশ রোববার রাতে লাশ উদ্ধার করে সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছে।

    এ ঘটনায় গৃহবধূর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের শেখ মোহাম্মদ আল হাদীর স্ত্রী সাথী বেগম (৩৪) পারিবারিক কলহের কারণে গত শনিবার রাতে নিজের ঘরে বসে অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পরলে সাথীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

    সেখানের চিকিৎসকেরা সাথীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতেই সাথীকে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। অসুস্থ সাথীকে অজ্ঞাত কারনে শনিবার রাতেই হাসপাতাল থেকে চিকিৎসকেরা রিলিজ করে দিলে রোববার সকালে সাথীকে নিয়ে স্বজনেরা বাড়ি আসেন।

    হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় রোববার বাড়িতে এসে সাথী সন্ধ্যার পরে আবারও অসুস্থ হয়ে পরে। স্বজন ও স্থানীয়রা সাথীকে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালে চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই সাথীর মৃত্যু হয়েছে।

    মৃত্যুর খবর নিশ্চিত হয়ে স্বজনেরা হাসপাতাল থেকে সাথীর লাশ নিয়ে পালিয়ে বাড়ি চলে যায়। সাথীর স্বজনেরা অভিযোগে জানায়, বরিশাল হাসপাতালে সাথী সম্পূর্ণ সুস্থ না হওয়ার আগেই তার স্বামী শেখ মোহাম্মদ আল হাদী প্রভাব খাটিয়ে সাথীকে রিলিজ করায়।

    এ কারনে সাথীর অকাল মৃত্যু হয়েছে। সাথী ও মোহাম্মদ আল হাদীর দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। রাতে খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সাথীর বাড়ি গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সোমবার সকালে সাথীর লাশ ময়নাতদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন।

    থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম আরও জানান, রোববার রাতে সাথীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই বাড়িতে পুলিশের উপস্থিতিতে সাথীর মৃত্যু নিয়ে বিভিন্ন বাকবিতন্ডা হয়। তাই পুলিশ জিডি মুলে লাশ মর্গে প্রেরন করেছে। সাথীর পরিবার লিখিত অভিযোগ দিলে তা মামলা আকারে গ্রহন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...